images

জাতীয়

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ‘ধরতে’ গেন্ডারিয়ায় বাড়ি ঘেরাও

নিজস্ব প্রতিবেদক

১৪ আগস্ট ২০২৪, ০৬:১৭ এএম

রাজধানীর গেন্ডারিয়ায় একটি বাড়ি ঘেরাও করে রেখেছেন স্থানীয়রা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান খান কামাল অবস্থান করছেন এমন সংবাদে বাড়িটি ঘেরাও করা হয়।

মঙ্গলবার রাত সাড়ে ১২টা থেকে বাড়িটি ঘিরে রাখা হয়েছে। খবর পেয়ে রাত আড়াইটার দিকে বাড়ির ভেতরে প্রবেশ করেন সেনাবাহিনী সদস্যরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, গেন্ডারিয়া ডিআইটি প্লট সতীশ সরকার রোডের বাড়িতে ৩১ নম্বর বাড়িতে আসাদুজ্জামান খান আছেন বলে সন্দেহ করে এলাকাবাসী। এরপর রাত সাড়ে ১২ টা থেকে বাড়িটি ঘিরে রাখে তারা। খবর দেওয়া হলে সেনাবাহিনীর সদস্যরা বাড়িটিতে প্রবেশ করে।

আরও পড়ুন

সালমান এফ রহমান ও আনিসুল হক গ্রেফতার

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। সেদিন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর থেকে মন্ত্রিপরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে চলে যান। তাদের কেউ কেউ বিদেশ গেলেও অনেকে দেশেও অবস্থান করেন।

ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গতকাল আটক হয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

সরকারের পতনের পর নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠন করা হয়।

এমআর