জ্যেষ্ঠ প্রতিবেদক
১০ আগস্ট ২০২৪, ০৬:৪১ পিএম
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মুখ্য সচিব হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান নিয়োগ পেতে যাচ্ছেন- এমন আলোচনা চলছে। এই কর্মকর্তা টানা চার মেয়াদে ক্ষমতায় থাকা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ফলে নতুন সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে তার নিয়োগের গুঞ্জন শুরু হওয়ার পর থেকে তাকে ঘিরে নানা আলোচনা হচ্ছে। প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ের ভেতরে-বাইরে আমলাদের মধ্যেই তাকে ঘিরে চলছে নানা কানাঘুষা।
জানা গেছে, ছাত্র-আন্দোলনে পদত্যাগের বাধ্য হওয়া শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের একাধিক গুরুত্বপূর্ণ পদে কাজ করা আবু হেনা মোরশেদ জামানের বাড়ি চট্টগ্রামের পটিয়াতে। অন্যদিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাড়িও চট্টগ্রামে। এই সূত্র ধরে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পেতে নানা মাধ্যম ধরে ইতোমধ্যে প্রধান উপদেষ্টার কাছ পর্যন্ত পৌঁছেছেন এই আমলা।
এদিকে যারা এই আমলাকে নিয়ে প্রশ্ন তুলছেন, তাদের আশঙ্কা বিগত সরকারের সুবিধাভোগী হিসেবে পরিচিত কেউ এতবড় গুরুত্বপূর্ণ পদে বসলে তা অন্তবর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জের মধ্যে পড়তে হতে পারে। তারা এই কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার আগে অতীত খোঁজখবর নেওয়ারও দাবি করছেন।
জানা গেছে, আওয়ামী পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় ১৯৯৬ এর জাতীয় নির্বাচনের পর তদকালীন আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মোরশেদ জামান।
সরকারের সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন এই পদে নিয়োগের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। যেখানে তিনি কোনো কর্মকর্তার নাম না উল্লেখ করে লিখেছেন, ‘শোনা যাচ্ছে আওয়ামী স্বৈরাচার সরকারের সবচেয়ে আস্থাভাজন একজন সচিব প্রধান উপদেষ্টার কার্যালয়ের হাল ধরতে যাচ্ছেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এই যদি অবস্থা হয়, তবে অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা নেই স্বৈরাচার সরকারের প্রেতাত্মাদের সরিয়ে একটা সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনে। তাঁদেরকে স্বৈরাচারের সাগরেই হাবুডুবু খেতে হবে। ছাত্র জনতাকে বলছি, এত রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা ধুলায় লুণ্ঠিত হবে, এটা নিশ্চিত।’
কে এই আবু হেনা মোরশেদ জামান?
আবু হেনা মোরশেদ জামান স্থানীয় সরকার বিভাগে গত ১৯ জুন সচিব হিসেবে বদলিপূর্বক পদায়িত হন। এর আগে তিনি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তারও আগে তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব ছিলেন। ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।
জানা গেছে, আবু হেনা মোরশেদ জামান ২০১৩ সালের ৩০ অক্টোবর থেকে ২০১৪ সালের ২৪ জুন পর্যন্ত ফরিদপুরের জেলা প্রশাসকের দায়িত্বে ছিলেন। ২০১৪ সালের ২৫ জুন থেকে ২০১৭ সালের ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত নরসিংদীতে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়াও তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) হিসেবেও দায়িত্ব পালন করেন।
অভিযোগ আছে, ওই সময়ে মোরশেদ জামান সরাসরি নিজের পদ ও পদবি ব্যবহার করে বিরোধী দলের লোকজনের ওপর নিপীড়নে কাজ করেছেন।
অনেক দিন মতিঝিল আইডিয়েল স্কুল ও কলেজের গভর্নিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে ছাত্রছাত্রী ভর্তি নিয়ে আর্থিক কেলেঙ্কারি করেছেন- এমন অভিযোগ রয়েছে আবু হেনা মোরশেদ জামানের বিরুদ্ধে। ঢাকা শহরে তিনি একাধিক ফ্লাট ও প্লটের মালিক বলেও তথ্য পাওয়া গেছে।
বিইউ/জেবি