নিজস্ব প্রতিবেদক
০৫ আগস্ট ২০২৪, ০৩:৫৫ পিএম
অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এখন দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে, সব হত্যার বিচার হবে।
সোমবার (৫ আগস্ট) বিকেল চারটায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি।
সেনাপ্রধান বলেন, দেশটা সবার। আমরা সবাই মিলে সুন্দর ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার করি।
সবাইকে ধ্বংসাত্মক কার্যক্রম পরিহারের আহ্বান জানিয়ে ওয়াকার-উজ-জামান বলেন, সমস্ত অন্যায়ের বিচার করা হবে। সব দায়দায়িত্ব নিচ্ছি। সেনাবাহিনীর প্রতি আস্থা রাখবেন। দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনব।
সেনাপ্রধান দুপুর দুইটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন বলে প্রথমে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে জানানো হয়েছিল। এরপর দুই দফা সময় পিছিয়ে চারটায় ভাষণ দেন তিনি।
মাঝে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি। তবে আওয়ামী লীগের কোনো প্রতিনিধি বৈঠকে উপস্থিত ছিলেন না।
এমআর