images

জাতীয়

রাজধানীতে সহিংসতা পরবর্তী ২০৯ মামলা, গ্রেফতার ২৩৫৭

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৬ জুলাই ২০২৪, ১১:২২ পিএম

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার আন্দোলন পরবর্তী সহিংসতায় সারাদেশে সরকারি স্থাপনায় ভাঙচুর, সহিংসতা ও নাশকতার ঘটনায় ঢাকা মহানগরের বিভিন্ন থানায় ২০৯টি মামলা করা হয়েছে। এসব মামলায় মোট দুই হাজার ৩৫৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি। 

তিনি জানান, নাশকতা এবং সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় ২০৯টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় ২৩৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো জানান, সহিংসতা নাশকতার ঘটনায় বিভিন্ন স্থান থেকে গোয়েন্দারা সিসি ফুটেজ সংগ্রহ করে সেগুলো বিশ্লেষণ করেছেন। এরপর জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করছেন। গ্রেফতার অব্যাহত আছে। গ্রেফতারদের বিরুদ্ধে ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমআইকে/এএস