images

জাতীয়

নাশকতায় ডিএমপির ৬১ কোটি টাকার ক্ষতি

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৪ জুলাই ২০২৪, ০৮:৫৮ পিএম

কোটা আন্দোলনের নামে ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন থানা, ভবন, পুলিশ ফাঁড়ি, গাড়ি এবং যন্ত্রপাতি ধ্বংস করা হয়েছে। যার ক্ষয়ক্ষতির পরিমাণ ৬১ কোটি টাকা। 

বুধবার (২৪ জুলাই) রাতে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগের পক্ষ থেকে খুদে বার্তায় তথ্য দিয়ে বিষয়টি জানানো হয়েছে। 

ডিএমপি জানায়, নাশকতাকারীদের হামলায় ডিএমপির ভবন, গাড়ি ও যন্ত্রপাতি ধংসের ঘটনায় ৬১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

এদিকে একই দিন দুপুরে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, ঢাকায় মোট ৬৯টি স্থাপনায় হামলা হয়েছে। ৫৪টি ট্রাফিক বক্স পুড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলায় আর্থিক ক্ষতি ৮ কোটি ৭২ লাখ টাকার মতো।

অন্যদিকে রোববার রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে যান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, বিশৃঙ্খলা সৃষ্টি করে জনগণের জানমালের নিরাপত্তার হুমকি, সরকারি স্থাপনা ধ্বংসের মতো ঘৃণ্য কর্মকাণ্ড অব্যাহত রাখলে পুলিশ আইনের কঠোর ও সর্বোচ্চ প্রয়োগে বাধ্য হবে। যার দায়দায়িত্ব বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও উসকানিদাতাদের নিতে হবে। যারা অশান্তি সৃষ্টি ও দেশকে পিছিয়ে দিতে চায়, দেশের সম্পদ নষ্ট করতে চায়, তাদের ছাড় দেওয়া হবে না।

এমআইকে/এএস