images

জাতীয়

মেয়র তাপসের গাড়ি আটকে দিলো আন্দোলনকারীরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

১০ জুলাই ২০২৪, ০৩:৪৯ পিএম

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের গাড়িবহর আটকে দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বুধবার (১০ জুলাই) দুপুর ১টার দিকে রাজধানীর ফুলবাড়িয়ায় বঙ্গমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। 

এতে মেয়রের গাড়িবহরে থাকা পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করেন। কিন্তু আন্দোলনকারীরা মেয়র তাপসের গাড়িবহর যেতে দেয়নি।

আরও পড়ুন

বাড়ছে আন্দোলনের তেজ, সঙ্গে দুর্ভোগ

আন্দোলনকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের এক শিক্ষার্থী বলেন, আমরা চানখারপুল ও ফুলবাড়িয়া মোড়ে বেলা ১১টা থেকে বৈষম্যের বিরুদ্ধে বাংলা ব্লকেড আন্দোলন পালন করছি। বেলা ১টার দিকে মেয়র তাপসের গাড়ি এখানে এসে আটকে গেছে। আমাদের আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে চলছে, চলবে।

ইতোমধ্যে আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছেন, সরকারের নির্বাহী বিভাগ থেকে কোটা সংস্কারে ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। ফলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী মিছিল নিয়ে জড়ো হচ্ছেন নির্ধারিত স্পটে। সড়কে যান চলাচল বন্ধ রেখে বসে বসে স্লোগান আর গান-কবিতায় মাতিয়ে রাখছেন আন্দোলনকারীরা।

এমএইচএম