images

জাতীয়

‘দেশেই থাকতে না পারলে অর্থ বানিয়ে লাভ কী’

নিজস্ব প্রতিবেদক

২৫ জুন ২০২৪, ০১:৩৫ পিএম

যারা অবৈধ উপায়ে অঢেল টাকা-পয়সার মালিক হন তাদের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এত টাকা বানিয়ে লাভ কী, যে টাকার কারণে দেশ ছেড়ে ভাগতে হয়।

মঙ্গলবার (২৫ জুন) গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে অর্থপাচার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সম্প্রতি দুই দফা ভারত সফর সম্পর্কে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘কিছু মানুষ লোভী হয়ে যায়। টাকা-পয়সার লোভ এত বেড়ে যায় যে, দেশ বাদ দিয়ে বিদেশে রাখতে গিয়ে পরে দেশ থেকে ভাগতে হয়। সেই অর্থ বানিয়ে লাভটা কী হলো। এতই অর্থ বানিয়ে ফেলল যে, শেষে আর দেশেই থাকা যায় না। তাহলে লাভ হয় কী? এটা তো মানুষ চিন্তা করে না।’

অর্থ পাচারকারীদের সমালোচনা করে সরকারপ্রধান বলেন, ‘টাকা বানানোটা তাদের নেশার মতো পেয়ে যায় মনে হয়। এটা হলো বাস্তব কথা। তবু আমি বলব, যেখানে যেটুকু সমস্যা আছে, সেগুলো সমাধানে আমরা ব্যবস্থা গ্রহণ করছি। তার জন্য আমরা আইনও তৈরি করেছি।’

আরও পড়ুন

কাউকে জেলাসি করি না, নোবেলের আকাঙ্ক্ষাও নেই: প্রধানমন্ত্রী

ব্যাকিং খাতের অব্যবস্থাপনা নিয়ে জ্যেষ্ঠ সাংবাদিক মনজুরুল আহসান বুলবুলের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের আমলে আমরা সবচেয়ে বেশি বেসরকারি খাত খুলে দিয়েছি। হ্যাঁ, ব্যাংকিং খাতে কেউ ভালো চালাচ্ছে, কেউ খারাপ চালাচ্ছে। কোনো সময় অনেকে ঠিকমতো চালাতে পারে না। এটা চিরাচরিত নিয়ম।’

PP2

শেখ হাসিনা বলেন, ‘যদি কোনো ব্যাংক দুর্বল হয়ে যায়, সেটাকে সহযোগিতা করা বা একটা ব্যাংকের সঙ্গে আরেকটা ব্যাংককে একীভূত করা হয়। অর্থাৎ যারা সেখানে আমানত রাখে, তাদের রক্ষা করাই রাষ্ট্রের দায়িত্ব। সেটাই পালনের চেষ্টা করা হচ্ছে।’

রাসেলস ভাইপার নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

সম্প্রতি দেশজুড়ে বিষাক্ত সাপ রাসেলস ভাইপারের উপদ্রব বেড়ে যাওয়া প্রসঙ্গে সিনিয়র সাংবাদিক শাইখ সিরাজের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষায় জীবজন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাপ বরং মানুষকে ভয় পায়। ভয় বা আতঙ্ক থেকেই মানুষকে কামড় দিতে আসে। তাই সাপকে ভয় পাওয়ার কিছু নেই। ভয় করলে মানুষকেই করতে হয়, জীবজন্তু বা সাপকে নয়।’

আরও পড়ুন

আমরা দেশ স্বাধীন করেছি, বিক্রি করি না: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষার জন্যই জীবজন্তু। যেহেতু সাপের উপদ্রব বেড়েছে, এখন চলাফেরায় সতর্ক হতে হবে। আমি একটা বিষয়ে বিশ্বাস করি, জীবজন্তু-সাপ যাই বলেন, এরা কোনোদিন খামাখা কোনো মানুষকে আক্রমণ করে না, যদি না তারা ভীত হয়ে যায় বা আক্রান্ত হওয়ার ভয়ে থাকে। তাছাড়া তারা কোনোদিন কারও ক্ষতি করে না।’

নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যখন মাছ ধরতে বসি, তখন দেখি পাশ দিয়েই সাপ যাচ্ছে। একদিন দেখি আমার বসার স্থানের পাশেই একটা সাপ মুখ বের করে আছে। কই, কোনোদিন আমাকে সাপে কাটেনি তো। কোনোদিন ভয়ও পাইনি।’

জেবি