images

জাতীয়

রাস্তায় চলাচলে বিঘ্ন ঘটিয়ে চামড়া ক্রয়-বিক্রয়, গুনলেন জরিমানা

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৭ জুন ২০২৪, ০৭:১৭ পিএম

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় অননুমোদিতভাবে কাঁচা চামড়া ক্রয়-বিক্রয় করায় ৫ মৌসুমি চামড়া ব্যবসায়ীকে ৪৭ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

সোমবার (১৭ জুন) বিকেলে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এ তথ্য নিশ্চিত করেছেন।

এই কর্মকর্তা জানান, রাস্তার ওপর ট্রাক, ভ্যান বসিয়ে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি এবং অননুমোদিতভাবে কাঁচা চামড়া ক্রয়-বিক্রয় করায় রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ৫ মৌসুমি চামড়া ব্যবসায়ীকে ৫ মামলায় ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ডিএসসিসির অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহম্মদ শফিকুল ইসলাম এই জরিমানা করেন। দুপুর আড়াইটা থেকে বিকেল পৌনে ছয়টা পর্যন্ত এই জরিমানা করা হয়।

বিইউ/এমএইচটি