জ্যেষ্ঠ প্রতিবেদক
০৯ জুন ২০২৪, ০৩:২৩ পিএম
গুলশানের বারিধারায় পুলিশ কনস্টেবলকে গুলি করে হত্যার ঘটনায় অভিযুক্ত কাউসারকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় তাকে গতকাল রাতেই প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। পুলিশ বলছে, নিহত মনিরুলের সঙ্গে গ্রেফতারকৃত কাউসারের কোনো বিরোধ ছিল না। কাউসার খুব স্বাভাবিকভাবে গত কয়েক মাস থেকে ডিউটি করে আসছিল।
রোববার (৯ জুন) দুপুরে ডিএমপি সদর দফতরে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার খ. মহিদ উদ্দিন।
তার সঙ্গে পূর্ব কোনো শত্রুতা ছিল কিনা এবং গুলির আগে তাদের মধ্যে কোনো তর্কাতর্কি হয়েছে কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা এখনো তেমন কিছু পাইনি। তাদের মাঝে যে কোনো বিষয়ে বিরোধ ছিল এমন তথ্য আমাদের কাছে নেই। আমরা গতকাল কাউসারের সঙ্গে কথা বলেছি কিন্তু তার কাছে তেমন ধরনের তথ্য পাওয়া যায়নি। বিরোধ ছিল না। আগে যে সে ডিউটি করতো তার মাঝেও সে নিয়মিত ছিল।
ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, এটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, যা ডিপ্লোম্যাটিক এলাকায় ঘটেছে। এজন্য আমরা এটিকে আরও গুরুত্ব দিচ্ছি। প্রাথমিকভাবে মনে হয়েছে দুই পুলিশের মধ্যে তাদের হয়তো কোনো বিষয় নিয়ে তর্কাতর্কি হয়েছে। তারই ফলশ্রুতিতে এমন ঘটনা ঘটেছে। তবে বিষয়টি আমরা তাকে পুরোপুরি জিজ্ঞাসাবাদ করে তারপর বিস্তারিত বলতে পারব। তবে প্রাথমিকভাবে মনে হয়েছে সাময়িক উত্তেজনার কারণে হয়ত এমনটি ঘটেছে। এর বাইরে কিছু না।
মহিদ বলেন, সে (কাউসার) স্বাভাবিকভাবে ডিউটি করত। ডিউটির যে স্ট্যান্ডার্ড সেটাও সে যথাযথ পালন করত।তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়ায় এমনটি ঘটতে পারে বলে আমাদের তেমনি মনে হয়েছে। তবে সুনিশ্চিত হয়ে বলার জন্য আমাদের আরও কিছু বিষয় তদন্ত করে দেখতে হবে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, তবে কি বিষয়ে তাদের মাঝে তর্ক হয়েছিল সেটা আমরা নিশ্চিত না। এখনো জানতে পারিনি। পরে জেনে জানাতে পারব।
মহিদ বলেন, আসলে আমার কাছে মনে হয়েছে মানসিকভাবে স্ট্রেস। ঘটনাটা ঘটিয়ে সে হতভম্ব হয়ে গেছে। সে কারণে আসলে সে ইনসিসটেন্ট। কথাবার্তা বলছিল সে কীভাবে এ ঘটনা ঘটাল! মানে যেটা হয় আরকি নিজের সহকর্মীকে গুলি করে নার্ভাসনেস বা মানসিক -----। এই ঘটনার পর সে সেখানে আর্মস রেখে হাঁটাহাঁটি করছিল। সে হয়ত স্ট্রেসটা নিতে পারছিল না। ঘটনার পর সে হয়ত বুঝতে পেরেছে কতটা অন্যায় বা ভুল কাজ করেছে। হয়ত এক দুই দিন গেলে সে মেন্টালি সেটেল হলে তখন জানা যাবে।
ঈদের ছুটি না পাওয়ায় কি তার মাঝে হতাশা তৈরি হয়েছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, না এমন না। ছুটি পর্যাপ্ত ছিল।
ডিএমপির অতিরিক্ত কমিশনার জানান, গতকাল রাতে একজন পুলিশ অফিসার তাদেরকে ইন্সপেকশন করেছে। তখন তারা দুজন ডিউটি করছিলেন। গ্রেফতারকৃত কাউসারের কাছ থেকে উদ্ধারকৃত বন্দুক থেকে ৮-৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
এমআইকে/এমএইচটি