images

জাতীয়

‘মালয়েশিয়া শ্রমবাজার ইস্যুতে দোষারোপ নয়, তদন্তে সব প্রমাণিত হবে’

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৪ জুন ২০২৪, ০৬:২৯ পিএম

মালয়েশিয়ার শ্রমবাজারের দুর্নীতির দায় মালয়েশিয়া সরকার এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের–বায়রার এমন বক্তব্যের বিষয়ে প্রতিমন্ত্রী শফিকুর রহমান বলেছেন, কাউকেই দোষী করব না। তদন্তে সব প্রমাণিত হবে।

মঙ্গলবার (৪ জুন) বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠান শুরুর আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, তারা যে সংখ্যা বলছে, আমরা যে সংখ্যা বলছি, সেটা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে।

মালেশিয়া যেতে না পারা শ্রমিকের সংখ্যা পাঁচ থেকে ছয় হাজারের বেশি হবে না-বায়রার এমন দাবি সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, কোনটা সঠিক আর কোনটা বেঠিক, সেটাও তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে।

আরও পড়ুন

যারা মালয়েশিয়ায় যেতে পারেননি তাদের তথ্য চায় মন্ত্রণালয়

শফিকুর রহমান বলেন, মালয়েশিয়ার সরকার যে ই-ভিসা দিয়েছে সেটার জন্য আমরা দায়ী না। আমাদের কাছে যে ফাইলগুলো এসেছে সেগুলো মন্ত্রণালয় সাইন করে দিয়েছে। আমি মনে করি যেটা হয়েছে এটার জন্য কেউ কাউকে দোষারোপ করে লাভ নেই। যা কিছু হবে সব তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে৷ তদন্তে যা আসবে সে অনুযায়ী ব্যবস্থা করা হবে।  তদন্তে কাউকে ছাড় দেওয়া হবে না।

এমআইকে/জেবি