images

জাতীয়

কাটেনি রেমালের প্রভাব, সারাদেশে আজও ঝরবে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

২৮ মে ২০২৪, ০৯:২০ এএম

বাংলাদেশের উপকূলে আঘাত হানার একদিন পরও ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কাটেনি। মঙ্গলবার সকালেও থেমে থেমে বৃষ্টি, সঙ্গে দমকা বাতাস বইছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে বর্তমানে স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। উপকূলীয় এলাকা থেকে ধীরে ধীরে তা সিলেট হয়ে ভারতের আসামের দিকে চলে যাচ্ছে। এর প্রভাবে মঙ্গলবার দুপুর পর্যন্ত বৈরী আবহাওয়া থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়বিদরা।

আরও পড়ুন

রেমালে বিধ্বস্ত ঘরবাড়ি, ভেসে গেছে শত শত ঘেরের মাছ

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার পর গতকাল সোমবার সকাল সাতটার মধ্যে সাগর থেকে পুরোপুরি স্থলভাগে উঠে আসে রিমাল। উপকূল আঘাত করেই কিছুটা দুর্বল হয়ে এটি সাধারণ ঘূর্ণিঝড় হিসেবে খুলনা অঞ্চলে তাণ্ডব চালাতে শুরু করে। 

আবহাওয়ার পূর্বাভাস দেওয়া উইন্ডি ডটকম দেখাচ্ছে, রেমালের কেন্দ্র ভারতের সুন্দরবন অংশের ওপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এরপর সাতক্ষীরা, যশোর, মাগুরা, ফরিদপুর, মানিকগঞ্জ হয়ে টাঙ্গাইল ঢাকা, ময়মনসিংহ হয়ে সিলেট দিয়ে ভারতে আসামে চলে যাবে। রেমাল পুরোপুরি বিলীন হবে আসামের রাজধানী গুয়াহাটি থেকে আরও ৩৫০ কিলোমিটার উত্তর-পূর্বের চা নগরী ডিব্রুগড়ে গিয়ে।

sbonবাংলাদেশ উপকূলে আঘাত হানার পর নিম্নচাপে রূপ নিয়ে যশোর হয়ে ঢাকার দিকে এগোতে থাকে রিমাল। যার প্রভাবে সকাল থেকে ঢাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সঙ্গে বয়ে যাচ্ছে ঝড়ো বাতাস।

শুধু ঢাকায় নয়, বিস্তীর্ণ উপকূলের পাশাপাশি পুরো দেশেই রেমালের প্রভাবে বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৩৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে চট্টগ্রামে।

আরও পড়ুন

ঘূর্ণিঝড় রেমালে মৃতের সংখ্যা বেড়ে ১৩

মঙ্গলবার বিকেল থেকই দেশের কিছু কিছু এলাকার আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করবে। তবে ঘূর্ণিঝড়ের রেশ পুরোপুরি কাটতে বুধবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এমআর