images

জাতীয়

এমপি আনার হত্যার মূল সন্দেহভাজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

২৩ মে ২০২৪, ০১:০৪ পিএম

ভারতের নিউটাউনে বাংলাদেশি সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের মূল সন্দেহভাজন সিয়ামকে গ্রেফতার করা হয়েছে। 

তাকে কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে বলে বৃহস্পতিবার (২৩ মে) পশ্চিমবঙ্গ সিআইডির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

তারা জানিয়েছে, এমপি আনার হত্যায় মূল সন্দেহভাজনকে কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে। তার নাম সিয়াম। তার দেওয়া তথ্যে সিআইডি জানতে পেরেছে— কিলিং মিশনে ব্যবহৃত ক্যাবটি হত্যাকাণ্ডের ১৫ দিন আগে ভাড়া করা হয়েছিল। 

এর আগে এ ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করা হয়।