images

জাতীয়

বোটানিক ল্যাবরেটরিজের নামে তৈরি হচ্ছিল নকল ওষুধ

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৫ মে ২০২৪, ০৫:১৫ পিএম

বিপুল পরিমাণ নকল ও ভেজাল ওষুধ এবং এসব তৈরির সরঞ্জামাদিসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। এ সময় তাদের কাছ থেকে এক লাখ দুই হাজার ৩৫০ পিস ভেজাল ওষুধ এবং ভেজাল ওষুধ তৈরির কাজে ব্যবহৃত ২৫টি পাঞ্চস্টিক, তিনটি প্লাস্টিকের নীল রংয়ের ড্রামে ৮০ কেজি ট্যাবলেট ও পাউডার উদ্ধার করা হয়।

মঙ্গলবার রাতে কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় এ অভিযান চালিয়ে আলী আকবর (২০) ও দুর্জয় (২০) নামে দুই যুবককে গ্রেফতার করে র‌্যাব।

বুধবার (১৫ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল।

তিনি জানান, ঢাকার কেরানীগঞ্জ এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে বোটানিক ল্যাবরেটরিজসহ বিভিন্ন কোম্পানির নামে নকল ওষুধ তৈরি করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে গতকাল অভিযান চালানো হয়।

আরও পড়ুন

৫ ইলেক্ট্রোলাইট ড্রিংকস কোম্পানির মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

দেশে অভিনব প্রতারণায় ব্যবহার হচ্ছে ‘শয়তানের নিঃশ্বাস’

র‌্যাব কর্মকর্তা জানান, গ্রেফতার ব্যক্তিরা ভেজাল ওষুধ প্রস্তুতকারী চক্রের সদস্য। তারা বেশ কিছুদিন ধরে মেসার্স বোটানিক ল্যাবরেটরিজ (ইউনানি) ওষুধ কোম্পানির নাম ব্যবহার করে বিভিন্ন নকল ও ভেজাল ওষুধ তৈরি করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। যাতে ওইসব কোম্পানির সুনাম বিনষ্ট ও ক্ষতি হচ্ছে। তাছাড়া তাদের উৎপাদিত নকল ও ভেজাল ওষুধ উৎপাদন, সরবরাহ ও বিক্রির ফলে জনসাধারণের স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।

তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা।

এমআইকে/জেবি