images

জাতীয়

একদিনের সফরে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

১০ মে ২০২৪, ১০:০৫ এএম

একদিনের সফরে নিজের পৈত্রিক বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা রয়েছেন। 

শুক্রবার (১০ মে) সকাল দশটার কিছু সময় আগে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় পৌঁছান। এ সময় তার স্বজন ও দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

এর আগে সকালে সরকারি বাসভবন গণভবন থেকে সড়কপথে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দেন সরকারপ্রধান।

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। অংশ নেবেন ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে।

আরও পড়ুন

নিজ নামে প্রকল্প গ্রহণ না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

পরে 'আমার বাড়ি আমার খামার' কর্মসূচির আওতায় দাঁড়িয়ারকুল সমবায় সমিতির সদস্যদের মধ্যে ব্যক্তিগত তহবিল থেকে কৃষি উপকরণ ও নগদ সহায়তা দেবেন প্রধানমন্ত্রী। এছাড়া আওয়ামী নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।

বিকেলেই প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

জেবি