images

জাতীয়

এসবি পরিচয়ে প্রতারণা, চক্রের ৯ জন গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৬ মে ২০২৪, ১২:২২ পিএম

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অফিসার পরিচয়ে পাসপোর্ট আবেদনকারীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎকারী চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। 

সোমবার (৬ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছে ডিবির একটি সূত্র। এর আগে রোববার বিকেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

সূত্র জানায়, তারা এসবি পরিচয় দিয়ে পাসপোর্ট আবেদনকারীদের কল করতেন। পরে দ্রুত পাসপোর্ট পাইয়ে দেওয়ার নামে টাকা দাবি করতেন। দুপুর সাড়ে ১২টায় মিন্টো রোডের ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে বিষয়টি নিয়ে ডিবির প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বিস্তারিত জানাবেন। 

এমআইকে/এইউ