জ্যেষ্ঠ প্রতিবেদক
০৫ মে ২০২৪, ০৭:১৮ পিএম
চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের চেয়াম্যান মিল্টন সমাদ্দার তার আশ্রমে থাকা ব্যক্তিদের নানাভাবে নির্যাতন করতেন। ফলে বিষয়টি মেনে নিতে পারতেন না স্ত্রী মিঠু হালদার। যদিও তিনি এ ব্যাপারে পুলিশকে কিছু জানাননি। এবার গ্রেফতার হওয়ার পর মিল্টন সমাদ্দারের বিচার চেয়েছেন খোদ স্ত্রীও।
রোববার (৫ মে) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিবি প্রধান হারুন অর রশীদ এই কথা জানান।
হারুন বলেন, আমরা মিল্টনের স্ত্রীকে তার স্বামীর আশ্রমে থাকা ব্যক্তিদের নানাভাবে নির্যাতন নিয়ে জিজ্ঞাসাবাদ করেছি। তার স্ত্রী বলেছেন, এটি মোটেই ঠিক হয়নি। এজন্য তার বিচার হওয়া দরকার। মিল্টনের আশ্রমে থাকা অসুস্থ হওয়া ব্যক্তিদের কোথায় চিকিৎসা দেওয়া হতো এবং ডাক্তারের কাছে নেওয়া হতো কি না এ নিয়েও তাকে প্রশ্ন করা হয়েছে। তিনি জবাবে বলেছেন, তার কথা মিল্টন শুনতেন না।
ডিবি প্রধান বলেন, মিল্টন সমাদ্দারের ব্যাংক অ্যাকাউন্টে এখনো প্রায় দুই কোটি টাকা রয়েছে। বিষয়টি নিয়ে তার স্ত্রীর কাছে জানতে চাওয়া হলেও ডিবিকে তিনি জানিয়েছেন, ব্যাংক অ্যাকাউন্ট বা ফাউন্ডেশনের কোনো কিছুর সঙ্গে তাকে সম্পৃক্ত করেননি মিল্টন সমাদ্দার। তিনি সরকারি চাকরি করার কারণে নিজেও জড়িত হননি বলে জানিয়েছেন।
হারুন বলেন, আমি মনে করি, দিনের পর দিন রাতের পর রাত বিভিন্ন জায়গা থেকে তিনি কোটি কোটি টাকা সংগ্রহ করেছেন। আর্ত মানবতার তথাকথিত সেবার নামে টাকা নিয়ে আত্মসাৎ করেছেন। ওই রোগীদের দেখিয়ে টাকা কামিয়েছেন। কিন্তু তাদের সেবা দেন নাই, ডাক্তারের কাছে পাঠান নাই। তিনি একজন নিজেও নার্স স্বীকার করেছেন তিনি সেখানে যেতেন। তাহলে যে এই অনিয়মগুলো হয়েছে তিনি তো কোথাও কোনো প্রতিবাদও করেননি, থানাকেও অবগত করেননি। আমি তো মনে করি তাকে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনে হয়েছে, তার স্বামী যে কাজগুলো করেছে সেখান থেকে তিনি দায় এড়াতে পারেন না।
পুলিশের এই কর্মকর্তা বলেন, তবে তার স্ত্রী জানিয়েছেন, ফাউন্ডেশনে আসা টাকা-পয়সা ও ব্যাংক অ্যাকাউন্ট কোনো কিছুতেই তার নাম নেই।
এমআইকে/জেবি