জ্যেষ্ঠ প্রতিবেদক
১৯ এপ্রিল ২০২৪, ১১:০৮ এএম
মিয়ানমারে চলা আভ্যন্তরীণ সংঘাতে প্রাণে রক্ষা পেতে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নিয়েছেন দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপির আরও ১৩ সদস্য। তারা বাংলাদেশ কোস্টগার্ড, টেকনাফ স্টেশনের কাছে আত্মসমর্পণ করেছেন। এ নিয়ে গত কয়েক দিনে আশ্রয় নেওয়া মিয়ানমারের বিজিপি ও সেনা সদস্যের সংখ্যা দাঁড়িয়েছে ২৭৪ জনে।
শুক্রবার (১৯ এপ্রিল) সকালে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এই কর্মকর্তা জানান, গতকাল বৃহস্পতিবার টেকনাফের নাফ নদীতে বিজিপির আরও ১৩ জন সদস্য আত্মসমর্পণ করেছেন। পরে কোস্টগার্ড সেই বিজিপি সদস্যদের বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) কাছে হস্তান্তর করে।
বর্তমানে মিয়ানমারের বিজিপি ও সেনা সদস্যদের ২৭৪ জন বাংলাদেশে অবস্থান করছে বলে জানান তিনি।
প্রতিবেশী মিয়ানমারে গত কয়েক মাস ধরেই অভ্যন্তরীণ সংঘাত চলছে। সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীর এই সংঘাতে এর আগেও বিভিন্ন সময় দেশটির সেনা ও সীমান্ত বাহিনীর সদস্যরা এসে বাংলাদেশে আশ্রয় নেন। পরে তাদের নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠানো হয়। ২৭৪ সদস্যকেও পর্যায়ক্রমে পাঠানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এমআইকে/জেবি