images

জাতীয়

মাদকাসক্ত বাবার মারধরে প্রাণ গেল শিশু জান্নাতের

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৬ এপ্রিল ২০২৪, ০৮:৫০ পিএম

রাজধানীতে মাদকাসক্ত বাবার মারধরে জান্নাত নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাবা রাসেলকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাতে রাজধানীর হাজারীবাগে এই ঘটনা ঘটে বলে মঙ্গলবার (১৬ এপ্রিল) জানা গেছে।

নিহত শিশুর মা নাসিমা বেগম জানান, মাগরিবের নামাজের পর খাবার খেতে বাসায় এসে রাগন্বিত হন তার স্বামী। এসময় শিশু জান্নাতকে প্রথমে মুখে ঘুসি মারেন। তিনি বাধা দিলে তার স্বামী আরও ক্ষিপ্ত হয়ে যান এবং জান্নাতকে আছাড় মারেন। পরে আবারো জান্নাতকে মাথার চুল ধরে দেয়ালের সাথে জোরে জোরে আঘাত করতে থাকেন৷ এতে আহত জান্নাত বমি করে অচেতন হয়ে পড়ে। এরপর তারা কয়েকটি হাসপাতালে যান, কিন্তু কেউ ভর্তি নেয়নি। বাধ্য হয়ে রাতে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু জান্নাতকে আর বাঁচানো যায়নি।

নাসিমা জানান, তার স্বামী লেগুনা চালক। তিনি মাদকাসক্ত ছিলেন। সেই সময় মাদক নিয়ে এসেছিলেন বলে ধারণা করছেন তিনি। ফলে অল্পতে রেগে গিয়ে তার মেয়েকে মারধর করে মেরে ফেলেন।

কান্নাজড়িত কণ্ঠে নাসিমা বলেন, আমি আমার সন্তান হত্যার বিচার চাই। আমি এই ঘটনায় রাসেলের ফাঁসি চাই।

মঙ্গলবার হাজারীবাগ থানার উপ পরিদর্শক (এস আই) নাদির শাহ জানান, নিহত শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে হাসপাতাল থেকে শিশুর বাবা রাসেলকে গ্রেফতার করা হয়েছে।

এমআইকে/জেবি