জ্যেষ্ঠ প্রতিবেদক
১১ এপ্রিল ২০২৪, ০৮:২১ পিএম
রাজধানীর গুলশানে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এক স্বাস্থ্যকর্মী। তার নাম মমতা শিকদার। তিনি ইউনাইটেড হসপিটালের নার্সিং বিভাগে নাসিং এইড হিসেবে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদুল ফিতরের দিন বিকেল সাড়ে তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ইউনাইটেড হসপিটালের জনসংযোগ কর্মকর্তা আরিফুল হক এই তথ্য নিশ্চিত করে ঢাকা মেইলকে জানান, ঈদের দিন দুপুর ৩টা ২০ মিনিটে ইউনাইটেড হসপিটালের রোস্টার ডিউটি শেষ করেন তিনি। পরে একই হাসপাতালের কাস্টমার রিলেশান্স এক্সিকিউটিভ শেখ জিহান আহমেদ ও নার্সিং এইড মমতা শিকদার বাড়ি ফেরার জন্য মোটরসাইকেলে রওনা হন। পথে গুলশানের ৫৫ নাম্বার রোডে একটি গাড়ি জিহান আহমেদের মোটরসাইকেলকে পেছন থেকে এসে সজোরে ধাক্কা দিলে তিনি ও মমতা শিকদার ছিটকে পড়ে যান। এতে তারা গুরুতর আহত হন। ঘটনাস্থলে উপস্থিত লোকজন মমতা শিকদারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
অন্যদিকে শেখ জিহান আহমেদ ইউনাইটেড হসপিটালের আইসিইউতে চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক।
এ ঘটনার প্রত্যক্ষদর্শী জাহিদ হোসেন নামে একজন জানান, নিহত ওই নারীসহ এক পুরুষ মোটরসাইকেলে যাচ্ছিলেন। এ সময় সাদা একটি প্রাইভেটকার তাদের মোটরসাইকেলটিকে পেছন দিক থেকে এসে ধাক্কা দেয়।
এ বিষয়ে গুলশান থানার ডিউটি অফিসার এসআই আব্দুল কাইয়ুম ঢাকা মেইলকে বলেন, এমন একটি ঘটনা ঘটেছে। এ ঘটনায় গাড়িচালককে আটক করা হয়েছে। তবে মামলা প্রক্রিয়াধীন।
এমআইকে/জেবিজ্যে