জ্যেষ্ঠ প্রতিবেদক
০৩ এপ্রিল ২০২৪, ০৪:৫২ এএম
প্রতারণার মাধ্যমে শিক্ষাবৃত্তি ও বয়স্ক ভাতার টাকা আত্মসাৎ ও প্রতারক চক্রের নয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১০।
মঙ্গলবার (২ এপ্রিল) ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা ও ফরিদপুর জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ এর মিডিয়া বিভাগের সহকারী পুলিশ সুপার এম.জে সোহেল।
তিনি জানান, চক্রটি মোবাইল ব্যাংকিংয়ের (বিকাশ, নগদ) মাধ্যমে শিক্ষাবৃত্তি ও বয়স্ক ভাতা প্রতারণা করে তুলে নিত। চক্রটির নয়জনকে বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে বুধবার বেলা সাড়ে ১১টায় কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে এ বিষয়ে বিস্তারিত জানাবেন র্যাব-১০ এর অধিনায়ক ও অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন।
এমআইকে/জেবি