images

জাতীয়

সাভারে তেলের ট্যাংকার থেকে আগুনে আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

০৩ এপ্রিল ২০২৪, ০৪:৩৭ এএম

ঢাকার অদূরে সাভারের হেমায়েতপুরে তেলের ট্যাংকার থেকে ভয়াবহ আগুনের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম হেলাল উদ্দিন (৪০)। এ নিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে।

মঙ্গলবার (২ এপ্রিল) রাত ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) তার মৃত্যু হয়।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, হেলালের শরীরের শতভাগই পুড়ে গিয়েছিল। এইচডিইউতে রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেখানেই রাতে তিনি মারা গেছেন।

এই ঘটনায় আরও সাতজনের চিকিৎসা চলছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

হেলালের বাড়ি বরগুনার সদর উপজেলার ছোট গড়িচান্না গ্রামে। তার বাবার নাম জয়নাল শিকদার। পেশায় ট্রাক ড্রাইভার তিনি। বরগুনা থেকে ট্রাকে করে তরমুজ নিয়ে গাজীপুর যাচ্ছিলেন। পথে এই দুর্ঘটনার শিকার হন।

মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে হেমায়েতপুর জোড়পুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে দুইজনের মৃত্যু হয়। হেলালসহ আটজনকে ভর্তি করা হয় বার্ন ইনস্টিটিউটে।

জেবি