জ্যেষ্ঠ প্রতিবেদক
০২ এপ্রিল ২০২৪, ১১:৪৭ এএম
চুরি ও ছিনতাই করা অবৈধ মোবাইল চোরাকারবারি চক্রের মূলহোতাসহ ২০ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (১ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে রাজধানীর গুলিস্তান, শনির আখড়া, মোহাম্মদপুর, খিলগাঁও এবং নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
তিনি জানান, গ্রেফতারর মোবাইল চোরা কারবারির সাথে জড়িত। চক্রটি মোবাইলের আইএমইআই করতো। এটি পরিবর্তন করার ডিভাইসসহ প্রায় ১ হাজার বিভিন্ন ব্র্যান্ডের দেশি ও বিদেশি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
তিনি জানান, র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরবেন।
এমআইকে/এইউ