images

জাতীয়

পরিপূর্ণভাবে আগুন নেভাতে ভবনটিতে ঢুকছে ‘ব্রিদিং ইউনিট’

নিজস্ব প্রতিবেদক

২৩ মার্চ ২০২৪, ০৬:০৯ এএম

পুরান ঢাকার চকবাজার লাগোয়া ইসলামবাগ এলাকার কেমিক্যাল গোডাউনে লাগা আগুন পরিপূর্ণভাবে নেভাতে প্রস্তুতি নিয়েছে ফায়ার সার্ভিসের বিশেষ ব্রিদিং ইউনিট। আগুন যেনো আশপাশের ভবন এবং টিনশেড বাড়িঘরে না ছড়ায় সে জন্য তারা ভবনে প্রবেশ করে আগুন নেভাতে যাচ্ছে। এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

শনিবার (২৩ মার্চ) ভোররাতে চকবাজারের ইসলামবাগ এলাকায় এ আগুনের সূত্রপাত হয়। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

আরও পড়ুন

পুরান ঢাকায় কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

ফায়ার সার্ভিস জানায়, রাত সাড়ে তিনটা নাগাদ এ আগুনের খবর পায় দমকল বাহিনী। ৫ মিনিট পরেই প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে ইউনিট সংখ্যা বাড়ানো হয়। 

এদিকে স্থানীয়রা সাংবাদিকদের জানান, পুরান ঢাকা এলাকা ঘনবসতিপূর্ণ হওয়ায় পাশের ভবনগুলোতে আগুন ছড়িয়ে পড়তে। এছাড়া ঘনবসতিপূর্ণ হওয়ায় ফায়ারের কর্মীরা কাছে গিয়ে পানি দিতে পারছেন না। এছাড়া প্রশস্ত সড়ক না থাকায় ফায়ার সার্ভিসের গাড়িও ঘটনাস্থলে পৌঁছাতে পারছে না। 

প্রসঙ্গত, ইসলামবাগ এলাকাটি কেমিক্যাল, পলিথিন ও প্লাটিক তৈরির কারখানায় পূর্ণ। ঘিঞ্জি এলাকাটির পরতে পরতে ছড়িয়ে আছে নানা দাহ্য পদার্থ। এর আগেও বেশ কয়েকবার এ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 
 
এমএইচএম