images

জাতীয়

পুরান ঢাকায় কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

নিজস্ব প্রতিবেদক

২৩ মার্চ ২০২৪, ০৪:২৫ এএম

রাজধানীর পুরান ঢাকার চকবাজার লাগোয়া ইসলামবাগ এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। 

শনিবার (২৩ মার্চ) ভোররাতে ফায়ার সার্ভিস সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন

fire_d

তিনি জানান, রাত সাড়ে তিনটা নাগাদ এ আগুনের খবর পায় দমকল বাহিনী। ৫ মিনিট পরেই প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে ইউনিট সংখ্যা বাড়ানো হয়। 

এ ঘটনায় এখন হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

প্রসঙ্গত, ইসলামবাগ এলাকাটি কেমিক্যাল, পলিথিন ও প্লাটিক তৈরির কারখানায় পূর্ণ। ঘিঞ্জি এলাকাটির পরতে পরতে ছড়িয়ে আছে নানা দাহ্য পদার্থ। এর আগেও বেশ কয়েকবার এ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

কারই/এমএইচএম