images

জাতীয়

ডেমরায় আগুন: পানি সংকটে ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক

২২ মার্চ ২০২৪, ০৩:২২ এএম

রাজধানীর ডেমরা ভাঙ্গাপ্রেস এলাকার কাপড়ের গোডাউনে লাগা আগুন নেভাতে গিয়ে পানি সংকটের মুখে পড়েছে ফায়ার সার্ভিস। আশপাশে পানি না থাকায় আগুন নেভাতে সময় লাগছে সংস্থাটির। 

বৃহস্পতিবার (২১ মার্চ) রাত ১১টা ৩০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

১৫ মিনিট পরেই দমকল বাহিনী পৌছায় ঘটনাস্থলে। এরপর পেরিয়ে গেছে পৌনে চার ঘণ্টা। তবে আগুন নির্বাপণ হয়নি। এমনকি আগুনকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা।

আগুন লাগার শুরুতে পাঁচ ইউনিট এবং পরে আরও পাঁচ ইউনিট যুক্ত হয়ে আগুন নেভাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম গণমাধ্যমকে জানান, কাছাকাছি পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে।

রাত সোয়া তিনটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসার কোনো তথ্য জানায়নি ফায়ার সার্ভিস। 

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কেউ হতাহত হয়েছেন কিনা তা জানা যায়নি। 

কারই/এমএইচটি