images

জাতীয়

যুদ্ধ থেকে পালিয়ে ফের বাংলাদেশে বিজিপির ১৭৯ সদস্য

নিজস্ব প্রতিবেদক

১২ মার্চ ২০২৪, ০৮:২৩ এএম

images

অভ্যন্তরীণ সংঘাতের জেরে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির আরও ১৫০ সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। সোমবার (১১ মার্চ) সন্ধ্যার পর থেকে রাত ৮টার মধ্যে তারা সীমান্ত পাড়ি দিয়ে নাইক্ষ্যংছড়িতে চলে আসেন।

এর আগে সোমবার দুপুর ১২টার দিকে নাইক্ষ্যংছড়ি সীমান্তের জামছড়ির ৪৫-৪৬ নম্বর সীমান্ত পিলারের মাঝামাঝি এলাকা দিয়ে ২৯ সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। সে হিসাবে একদিনে ১৭৯ বিজিপি সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

সোমবার রাত ৯টায় বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন জানান, সোমবার কয়েক দফায় নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে ১৭৫ জন মিয়ানমার বিজিপির সদস্য পালিয়ে এসেছেন। এর মধ্যে দুপুরে ২৯ জন, সন্ধ্যার পর আরও ১৫০ জন পালিয়ে এসেছেন। অস্ত্র জমাদানের পর এসব বিজিপি সদস্যকে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি তাদের হেফাজতে নিয়েছে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে বিদ্রোহীদের আক্রমণের মুখে বাংলাদেশে আশ্রয় নেয় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যসহ (বিজিপি) ৩৩০ জন। পরে ১৫ ফেব্রুয়ারি কক্সবাজারের উখিয়া ইনানি নৌ-বাহিনীর জেটিঘাট থেকে জাহাজে করে তাদের মিয়ানমারে ফিরিয়ে দেওয়া হয়।

এইউ