নিজস্ব প্রতিবেদক
০১ মার্চ ২০২৪, ০১:৩২ এএম
রাজধানীর বেইলি রোডের আগুনের ঘটনায় ৭৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ সময় আরও ৪২ জনকে অচেতন অবস্থায় উদ্ধারের কথাও জানায় সংস্থাটি।
এছাড়া আরও তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করেছেন দমকল বাহিনীরা কর্মীরা।
আরও পড়ুন: দুই ঘন্টা পর থামলো বেইলি রোডের আগুন
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টা নাগাদ ফায়ার সার্ভিসের গণমাধ্যম শাখার কর্মকর্তা তালহা বিন জসিম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানিয়েছেন, বেইলি রোডের আগুনের ঘটনায় হতাহত মোট ১৯ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। এর মধ্যে ৯ জন মারা গেছেন।
কারই