images

জাতীয় / শিল্প ও সাহিত্য

বইমেলায় কাকন রেজার ‘একটা অঙ্ক ও অর্ধেক জীবন’

ফিচার প্রতিবেদক

২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৭ এএম

অমর একুশে বইমেলায় প্রকাশ হয়েছে কাকন রেজার কাব্যগ্রন্থ ‘একটা অঙ্ক ও অর্ধেক জীবন’। বইটি মেলায় এনেছে ঘাসফুল প্রকাশনী।

আরও পড়ুন: বইমেলার ২৫তম দিনে নতুন বই এসেছে ৯৬টি

কাকন রেজা একাধারে সাংবাদিক, কলাম লেখক ও কবি। কবিতার সঙ্গে বসবাস দীর্ঘদিনের হলেও বই প্রকাশে অনীহা পুরাতন! তাই এবারের বইমেলায় প্রকাশ হওয়া বইটি তার দ্বিতীয় কাব্যগ্রন্থ। প্রথম কাব্যগ্রন্থ ‘স্থির করে দাও হে কম্পমান জল’ প্রকাশ হয়েছে ২০২৩ সালের বইমেলায়। 

‘একটা অঙ্ক ও অর্ধেক জীবন’ বইটির প্রচ্ছদ এঁকেছেন সাহাদাত হোসেন। বইটি পাওয়া যাচ্ছে মেলায় ঘাসফুল প্রকাশনীর ১৪৭-১৪৮ নম্বর স্টলে।

এজেড