images

জাতীয়

সেই তিশাকে মেরে ফেলার হুমকি, ডিবিতে বাবার অভিযোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০২ পিএম

রাজধানীর আইডিয়াল স্কুলের অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য মোশতাক আহমেদকে বিয়ে করে আলোচনায় আসা স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী সিনথিয়া ইসলাম তিশাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে অভিযোগ করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের শরণাপন্ন হয়েছেন তার বাবা সাইফুল ইসলাম।

রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সশরীরে হাজির হয়ে ডিবি প্রধান হারুন অর রশীদের কাছে এই অভিযোগ করেন তিশার বাবা।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ১২ ফেব্রুয়ারি সকাল ১০টা ৩৮ মিনিটে অজ্ঞাত এক ব্যক্তির মোবাইল নম্বর থেকে তার হোয়াটসআপে কল আসে। সেই কলে তাকে বলা হয়, আপনি কি তিশার আব্বু বলছেন? আমি হ্যাঁ বললে তিনি বলেন, আপনি বেশি বাড়াবাড়ি কইরেন না, বেশি বাড়াবাড়ি করলে আপনার মেয়েকে মেরে ফেলব।

সাইফুল ইসলাম বলেন, এরপর আমার মোবাইলে আরও দুটি নম্বর থেকে রাত ১টা ১৯ ও ১টা ১৫ মিনিটে কল আসে। সেদিন অনেক রাতে ঘুমিয়ে যান এবং সকালে উঠে এসব নম্বর থেকে মিসড কল দেখতে পান তিনি। যা তার কাছে উদ্দেশ্যেপ্রণোদিত মনে হয়েছে বলে মনে করেন সাইফুল ইসলাম।

আরও পড়ুন

মুশতাক-তিশার ভিডিও সরাতে লিগ্যাল নোটিশ

এসময় তিনি ফোনের অপর প্রান্ত থেকে কলকারী ব্যক্তির পরিচয় জানতে চান। তখন তাকে হুমকি দিয়ে বলা হয়, বেশি বাড়াবাড়ি করলে মেয়েকে মেরে ফেলা হবে।

এ ঘটনার যথাযথ তদন্ত ও সুষ্ঠু ব্যবস্থার দাবি জানাতে ডিবি কার্যালয়ে হাজির হন সাইফুল। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিতে ডিবির কাছে আবেদন করেন তিনি।

ডিবি কার্যালয় থেকে বেরিয়ে সিনথিয়া ইসলাম তিশার বাবা সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, খন্দকার মুশতাক আহমেদই নানাভাবে হুমকি দিচ্ছেন। এর আগেও আমাকে হত্যার হুমকি দিয়েছেন মুশতাক।  আমার ধারণা, তিনি তার লোকজনকে দিয়ে নানাভাবে আমাকে চাপে রাখার জন্য হুমকি-ধামকি দিচ্ছেন। বিষয়টির একটা আইনগত পদক্ষেপ জরুরি। সেজন্য গতকাল মুগদা থানায় জিডি করেছি, আজ ডিবিতে লিখিত অভিযোগ করলাম।

তিশার বাবার আবেদন সম্পর্কে ডিবি প্রধান হারুন-অর রশীদ বলেন, ‘তিনি অনেক কিছু বলেছেন। তাকে ফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখবো।’

হারুন বলেন, ‘এর আগে মুশতাক এবং তার স্ত্রী তিশা এসেছিলেন আমাদের কাছে। তারাও একটি আবেদন করেছে। সেটিরও তদন্ত করা হবে।’

এমআইকে/জেবি