জ্যেষ্ঠ প্রতিবেদক
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৩ এএম
পাবনার বেড়া থানার মহরম আলী হত্যা মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। তার নাম আব্দুর রশিদ। ১৩ বছর পলাতক থাকা রশিদ প্রায় অর্ধডজন মামলার আসামি।
বুধবার রাতে আশুলিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা।
তিনি জানান, ২০১০ সালে পাবনার সাঁথিয়া উপজেলার ফেসুয়ান গ্রামের মাজেদ শেখের মেয়ে নাছিমার পাবনা জেলা সদরে বিয়ে হয়। পরে সাঁথিয়া উপজেলার মহরম আলীর সঙ্গে নাছিমার প্রেমের সম্পর্ক হওয়ায় নাছিমা আগের স্বামীর ঘর থেকে পালিয়ে এসে মহরম আলীকে বিয়ে করেন। কিন্তু নাছিমার পরিবার বিষয়টি মেনে নিতে না পেরে মহরম আলীকে আটক করে বেড়ার গোপিনাথপুরে নাছিমার খালার বাড়িতে নিয়ে হত্যা করে।
এ ঘটনায় নিহতের বড় ভাই মো. জাকির হোসেন কয়েকজনের নাম উল্লেখ করে বেড়া থানায় একটি মামলা করেন। ঘটনার পর থেকে পলাতক থাকেন আসামি আ. রশিদ। ১৩ বছর পর রাজধানীর আশুলিয়া থানাধীন কুটুরিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
এমআইকে/এমআর