images

জাতীয়

আজ ফেরত যাবে মিয়ানমারের ৩৩০ সেনা-সীমান্তরক্ষী

নিজস্ব প্রতিবেদক

১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২৮ এএম

মিয়ানমারের সামরিক বাহিনী ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের মধ্যে বাংলাদেশে আশ্রয় নেওয়া দেশটির নিরাপত্তা বাহিনী ও অন্য ৩৩০ সদস্যকে দেশে ফেরত পাঠানো হবে আজ।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, বিজিবির তত্ত্বাবধানে কক্সবাজার জেলার ইনানীর নৌ জেটিঘাট দিয়ে বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যসহ মিয়ানমারের নাগরিকদের সকাল ৮টায় দেশটির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন
মিয়ানমার থেকে পালিয়ে আসা ৩৩০ জনকে হস্তান্তর করা হবে কাল

এর আগে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছিলেন, শিগগিরই নিরাপত্তা বাহিনীর সদস্যদের মিয়ানমারে ফেরত পাঠানো হবে।

এর আগে মিয়ানমারে গৃহযুদ্ধ শুরু হলে দেশটির বিভিন্ন বাহিনীর সদস্যরা পালিয়ে বাংলাদেশে প্রবেশ করতে শুরু করে। সে সময় বিভিন্ন বাহিনীর কয়েকশ সদস্যকে আশ্রয় দেওয়া হয়। 

এইউ