জ্যেষ্ঠ প্রতিবেদক
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৯ এএম
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব-১০, যারা ‘মামা পার্টি’র সদস্য বলে দাবি করছে এলিট ফোর্টটি। গ্রেফতারকৃতরা রাজধানীতে প্রাইভেটকার বা মাইক্রোবাসে যাত্রী সেজে চেতনানাশক ওষুধ ব্যবহার করে ছিনতাই করতো। গ্রেফতারকৃতদের মধ্যে মূলহোতা শাহীন রানা ওরফে তজ্জমও আছেন।
সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। র্যাব-১০ এর মিডিয়া বিভাগের পক্ষ থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় গ্রেফতারের বিষয়টি জানানো হয়েছে।
র্যাব জানিয়েছে, চক্রটির সদস্যরা প্রাইভেটকার বা মাইক্রোবাসে যাত্রী সেজে চেতনানাশক ওষুধ ব্যবহার করে অজ্ঞান করে ছিনতাই করতেন। তাদের মামা পার্টি বলা হতো৷ চক্রটির মূলহোতা শাহীন রানা। কেউ তাকে তজ্জম বলেও চেনেন।
তাদের ব্যাপারে বিস্তারিত জানাতে আজ সকাল সাড়ে ১১টায় কারওয়ানবাজারের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন ডেকেছে র্যাব। সেখানে বিস্তারিত তুলে ধরবেন র্যাব-১০ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন।
এমআইকে/এমআর