জ্যেষ্ঠ প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৮ এএম
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছিনতাইয়ে বাধা দেওয়ায় আনসার সদস্য ফজলুল হককে গুলি করে হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১০। তার নাম শুক্কুর আলী ওরফে সোহেল।
রোববার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে র্যাবের মিডিয়া বিভাগের পক্ষ থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় বিষয়টি জানানো হয়।
ক্ষুদেবার্তায় জানানো হয়, দীর্ঘ ২২ বছর পর পলাতক ছিলেন শুক্কুর আলী। তাকে ঢাকার সাভার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আজ সকাল সাড়ে ১১টায় কারওয়ানবাজারের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন ডেকেছে এলিট ফোর্সটি। সেখানে গ্রেফতারের বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
এমআইকে/এমআর