images

জাতীয়

বইমেলায় স্বেচ্ছায় রক্তদান, রক্তচাপ ও শর্করা নির্ণয়সহ একাধিক সেবা

নিজস্ব প্রতিবেদক

০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫৩ পিএম

অমর একুশে বইমেলা ২০২৪ উপলক্ষে রক্তদান, রক্তচাপ নির্ণয়সহ একাধিক স্বাস্থ্যসেবা প্রদান করছে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। এর মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটও রয়েছে। এছাড়া একাধিক সেবা প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠন বিনামূল্যে সেবা প্রদান করছে।

মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করছে ডিএমপি। আলাদা প্যাভিলিয়ন তৈরি করে গ্রহণ করা হচ্ছে রক্ত। প্যাভিলিয়নের সামনে হ্যান্ড মাইক দিয়ে মেলায় আগত পাঠক ও দর্শনার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করছেন পুলিশ সদস্যরা। একইসঙ্গে জরুরি প্রয়োজনে রক্ত চেয়ে বাংলা একাডেমির ঘোষণা মঞ্চ থেকে স্বেচ্ছায় রক্তদানকারীদের এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে।

405039819_3675326989371561_8528842500920451718_n
বইমেলায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করছে ডিএমপি।

কর্মসূচির বিষয়ে জানতে চাইলে ডিএমপির পুলিশ ব্লাড ব্যাংকের দায়িত্বে থাকা কর্মকর্তারা ঢাকা মেইলকে জানান, মেলা চলাকালীন প্রতিদিন তারা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পরিচালনা করবেন। মেলার দ্বিতীয় দিনে তারা বেলা আড়াইটা থেকে তাদের কার্যক্রম শুরু করেছেন। এতে বিকেল ৫টা ২০ মিনিট পর্যন্ত মোট ১৪ জন স্বেচ্ছায় রক্তদান করেছেন।

এদিকে মেলায় যেকোনো ধরনের অগ্নিকাণ্ড মোকাবিলায় প্রস্তুত রয়েছে বাংলাদেশ ফায়ার সার্ভিস। সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে স্থাপিত ফায়ার সার্ভিসের প্যাভিলিয়নের সামনে একটি ইউনিট সব সময় প্রস্তুত রাখা হয়েছে।

এছাড়াও মেলায় আগত শিশুদের বুকের দুধ পান নিশ্চিত ও ব্রেস্ট ফ্রিডিং উৎসাহিত করতে বিভিন্ন পয়েন্টে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করা হয়েছে।

405020028_406712351718378_4726717487722803779_n
হৃদরোগ ও উচ্চ রক্তচাপ বিষয় সচেতনতা তৈরিতে কাজ করছে জাতীয় হৃদরোগ ফাউন্ডেশন।

মেলায় আগত পাঠক-দর্শনার্থীদের মধ্যে হৃদরোগ ও উচ্চ রক্তচাপ বিষয় সচেতনতা তৈরিতে কাজ করছে জাতীয় হৃদরোগ ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির স্টলে বিনামূল্যে রক্তচাপ পরীক্ষা, রক্তের শর্করা নির্ণয় ও ওজন পরিমাপ করে বিএমআই নির্ণয় করা হচ্ছে। একইসঙ্গে হৃদরোগ ও উচ্চ রক্তচাপ প্রতিরোধে করণীয় বিষয় পরামর্শ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করছে হৃদরোগ ফাউন্ডেশন।

সেবা প্রতিষ্ঠানটির স্টলে দায়িত্বরতরা ঢাকা মেইলকে জানান, প্রাথমিক অবস্থায় আপাতত বিকেল স্বল্প সময় সেবা দেওয়া হচ্ছে। পরবর্তীতে মেলা চলাকালীন প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত বিনামূল্যে এ সেবা পরিচালনা করা হবে।

এমএইচ/এমএইচটি