নিজস্ব প্রতিবেদক
০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪২ পিএম
প্রতিবছর বইমেলায় সব থেকে প্রাণচঞ্চল উপস্থিতি থাকে শিশুদের। অমর একুশে বইমেলা ২০২৪ আসরও ব্যতিক্রম নয়। মেলার দ্বিতীয় দিনে বইমেলার সাধারণ স্টল ও প্যাভিলিয়নগুলোতে পাঠক দর্শনার্থীদের তেমন ভিড় না থাকলেও সরব উপস্থিতি রয়েছে শিশুদের। বাবা-মায়ের হাত ধরে সিসিমপুর ও শিশু কর্নারে এসেছেন শিশুরা। তাদের উচ্ছ্বাসে মুখরিত পুরো বইমেলা।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলার শিশু কর্নার ও সিসিমপুরে শিশুদের এ উচ্ছ্বাস দেখা যায়।
মেলার দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত শিশু কর্নার। সেখানে শিশু চত্বরে মঞ্চ তৈরি করা শিশুদের জন্য। সবুজ কার্পেটে মোড়ানো শিশু চত্বরে লাফালাফি ও খেলার সুযোগ রয়েছে শিশুদের। দড়ি দিয়ে ঘেরা মঞ্চটিতে মুক্তমনে খেলা করছেন শিশুরা। চত্বরের বাইরে দাড়ির অপর পাশে দাঁড়িয়ে শিশুদের উচ্ছ্বাস দেখছেন তাদের বাবা-মায়েরা।
শিশুদের মনোরঞ্জনের জন্য শিশু চত্বরে রয়েছে তাদের প্রিয় সিসিমপুরের চরিত্ররা। শিশুদের সাথে হেসে খেলে আনন্দ দিচ্ছেন তারা। প্রিয় চরিত্রদের সামনে পেয়ে শিশুরাও উচ্ছ্বসিত।
মিরপুর থেকে ৫ বছর বয়সী সাদকে নিয়ে বইমেলায় এসেছেন শাহনাজ-সাদাফ দম্পতি। সন্তানের আনন্দ দেখে নিজেদের অনুভূতি প্রকাশ করে এই দম্পতি বলেন, বাসায় তো আসলে অল্প স্থান। সারাদিন মায়ের সাথে একা একা বাসায় থাকে। এখানে খোলা স্থান এবং আরও অনেক শিশুকে পেয়ে সে খুবই আনন্দিত। তার আনন্দ ও প্রাণোচ্ছলতা দেখে আমাদেরও ভালো লাগছে।
শিশুদের নিয়ে বইমেলায় আসা অন্যান্য অভিভাবকেরাও নিজেদের আনন্দের জানান।
এদিকে বইমেলার সাধারণ স্টল ও প্যাভিলিয়নে দর্শনার্থী বেশি থাকলেও শিশু কর্নারে ক্রেতার সংখ্যা বেশি। দেখা পাশাপাশি প্রিয় কার্টুন, ভূতের গল্প, ছড়া ও কমিকস বই কিনতে দেখা গেছে তাদের। স্টলের দায়িত্বরতরা বলছে, শিশু কর্নারে সবসময়ই ক্রেতার সংখ্যা বেশি থাকে। বইয়ের স্টলে আসবে আর শিশুরা বই নেবে না, এটা হতেই পারে না।
এমএইচ/এমএইচটি