images

জাতীয়

ঈদযাত্রার ৪ দিনে ঢাকা ছেড়েছে ৭৩ লাখ মানুষ

নিজস্ব প্রতিবেদক

০১ মে ২০২২, ০৪:৫০ পিএম

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গত চার দিনে নাড়ীর টানে বাড়ি ফিরতে ঢাকা থেকে গ্রামের পানে ছুটেছেন প্রায় ৭৩ লাখ মানুষ। বিপুল পরিমাণ এই মানুষের সঙ্গে থাকা সিমের লোকেশনের ওপর ভিত্তি করে এই তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। এরমধ্যে গত ২৯ ও ৩০ এপ্রিল ৪৩ লাখ ৯ হাজার মোবাইল সিম ঢাকার বাইরে গেছে বলেরও জানিয়েছেন তিনি।

রোববার (১ মে) দুপুরের দিকে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে এই তথ্য জানান মন্ত্রী।

স্ট্যাটাসে তিনি লিখেন, ২৯ ও ৩০ এপ্রিল ঢাকা থেকে বাইরে গেছে ৪৩ লাখ ৯ হাজার মোবাইল সিম। এর আগের দুই দিনেও আনুমানিক ৩০ লাখ সিম ঢাকা থেকে বাইরে গেছে। দেশের বিভিন্ন মোবাইল অপারেটরদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করে এই তথ্য পাওয়া গেছে বলেও জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী।

ফেসবুক পোস্টে মন্ত্রী দুই দিনের বিস্তারিত হিসাব তুলে ধরেন। সেখানে তিনি জানান, ২৯ এপ্রিল ঢাকা থেকে বাইরে গেছে ১৯ লাখ ৩২ হাজার ৯৯০ জন। এছাড়া ৩০ এপ্রিল ঢাকা ছেড়েছেন ২৩ লাখ ৭৬ হাজার ২২৬ জন।

উল্লেখ্য, ঈদের আগে গত বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ছিল সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস। কেননা সাপ্তাহিক ছুটি, মে দিবস এবং ঈদের ছুটি মিলিয়ে এবার টানা ছয় দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

এএম/আইএইচ