জ্যেষ্ঠ প্রতিবেদক
০৯ জানুয়ারি ২০২৪, ০৩:১০ পিএম
সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা আগামীকাল বুধবার (১০ জানুয়ারি) শপথ নিচ্ছেন না। দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরসহ বাকি নির্বাচিতরা এই মুহূর্তে ঢাকার বাইরে অবস্থান করছেন। তারা ঢাকায় ফিরে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়ার পর শপথ নেবেন বলে জানা গেছে।
সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, বুধবার ২৯৮ আসনের নির্বাচিত সংসদ সদস্যদের সংসদ ভবনের শপথ কক্ষে শপথ পড়ানো হবে।
এরই মধ্যে গুঞ্জন শুরু হয় জাপার ১১ জন সংসদ সদস্যরা কাল শপথ নেবেন না। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুও বিষয়টি গণমাধ্যমকে পরে নিশ্চিত করেন।
আরও পড়ুন
মঙ্গলবার (৯ জানুয়ারি) সাংবাদিকের এক প্রশ্নের জবাবে চুন্নু বলেন, ‘আগামীকালকের পরে আমরা শপথ নেব। কালকে (১০ জানুয়ারি) আমরা শপথ নিচ্ছি না।’
বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠিত হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এই শপথবাক্য পাঠ করাবেন।
শপথ গ্রহণের বিষয়ে জানতে চাইলে জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু গণমাধ্যমকে বলেন, আমি এলাকায় আছি। আজকে ঢাকায় ফিরব। এরপর দলের বৈঠক হবে তারপর সিদ্ধান্ত হবে। দলের সঙ্গে বৈঠক না করে কিছু বলতে পারব না।
চুন্নু জানান, ‘পরশু (বৃহস্পতিবার) সকাল ১১টায় জাতীয় সংসদে একাদশ জাতীয় সংসদের উপনেতা জি এম কাদেরের অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে আলাপ-আলোচনা করে ঠিক করা হবে শপথের বিষয়টি।’
এদিকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ বি এম রুহুল আমিন হাওলাদার ঢাকা মেইলকে বলেন, ‘শপথের সিদ্ধান্ত দলীয়ভাবে নেওয়া হবে। অবশ্য চেয়ারম্যান এবং মহাসচিব দুজনই ঢাকার বাইরে। আমি যোগাযোগ করেছিলাম। কিন্তু এখনো বুধবার শপথ নেওয়ার বিষয় এখনো কিছু জানানো হয়নি।’
বিইউ/এইউ