ঢাকা মেইল ডেস্ক
০৯ জানুয়ারি ২০২৪, ০২:০২ এএম
গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেশ কয়েকজন বিদেশি পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করেছেন। তাদের মধ্যে যুক্তরাজ্যের কয়েকজন পর্যবেক্ষক রয়েছেন বলে সংবাদে প্রকাশিত হওয়ার পর বিষয়টি পরিষ্কার করেছে দেশটির সরকার। তারা জানিয়েছে, যুক্তরাজ্য থেকে আগত ওই পর্যবেক্ষকদের সাথে দেশটির সরকারের কোনো সম্পর্ক নেই।
ঢাকাস্থ যুক্তরাজ্য হাইকমিশনের একজন মুখপাত্র সোমবার (৮ জানুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
যুক্তরাজ্য হাইকমিশনের ওই মুখপাত্র জানান, যুক্তরাজ্য সরকার বাংলাদেশে কোনো নির্বাচন পর্যবেক্ষক পাঠায়নি। অন্যান্য পর্যবেক্ষক মিশনগুলো স্বাধীন। তারা যুক্তরাজ্য সরকারের সাথে যুক্ত নয়।
এদিকে, একই বিষয়ে বিবৃতি দিয়েছে কানাডা ও যুক্তরাষ্ট্র। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কানাডা সরকার এবং যুক্তরাষ্ট্র কোনো নির্বাচন পর্যবেক্ষক পাঠায়নি বলেও জানায় দেশ দুটির ঢাকাস্থ হাইকমিশন।
যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রের সরকার নির্বাচন পর্যবেক্ষণ করেনি। নির্বাচন উপলক্ষে কয়েকজন বেসরকারি নাগরিক বাংলাদেশে ছিলেন। তাদের বক্তব্য নিজেদের বা তাদের প্রতিষ্ঠানের, যুক্তরাষ্ট্র সরকারের নয়।
সোমবার (৮ জানুয়ারি) ঢাকায় অবস্থিত কানাডার হাইকমিশন তাদের এক্স হ্যান্ডেলে (টুইটার) এক পোস্টের মাধ্যমে জানায়, বাংলাদেশে ৭ জানুয়ারি ২০২৪ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে কানাডা সরকার কোনো নির্বাচন পর্যবেক্ষক প্রেরণ করেনি।
পর্যবেক্ষক হিসেবে চিহ্নিত কানাডিয়ান নাগরিকদ্বয় স্বতন্ত্রভাবে নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। নির্বাচন বিষয়ে তাদের প্রদত্ত মতামতের সাথে কানাডা সরকারের সংশ্লিষ্টতা নেই।
/এএস