images

জাতীয়

১৯৭৩-২০১৮: কোন সংসদ নির্বাচনে কত শতাংশ ভোট পড়েছে?

নিজস্ব প্রতিবেদক

০৬ জানুয়ারি ২০২৪, ০৫:৫৭ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আশানুরূপ ভোটার উপস্থিতি নিশ্চিতের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ সর্বোচ্চ চেষ্টা করছে। অন্যদিকে নির্বাচনে অংশ না নেওয়া বিএনপি ভোটার ভোট না দিতে সর্বাত্মক চেষ্টা করছে। ফলে রোববারের নির্বাচনে ভোটার উপস্থিতি কেমন হয় তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। ফলাফল ঘোষণার পরই জানা যাবে ভোট প্রদানের প্রকৃত হার।

চলুন এবার জেনে নিই বাংলাদেশের স্বাধীনতা লাভের পর অনুষ্ঠিত গত ১১টি নির্বাচনে ভোটার উপস্থিতি কেমন ছিল—

প্রথম জাতীয় সংসদ নির্বাচন: ১৯৭৩ সালের ৭ মার্চ প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ জয় লাভ করে এবং ৩০০টি আসনের মধ্যে ২৯৩টি আসন লাভ করে, যার মধ্যে ১১ জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করে। মোট ভোট সংগৃহীত হয়েছিল ৫৪.৯%।

দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন: ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জয় লাভ করে। তারা জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে ২০৭টি আসন লাভ করে। মোট ভোট সংগৃহীত হয়েছিল ৫১.৩%।

তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন: ১৯৮৬ সালের ৭ মে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১,৫২৭ জন প্রার্থী অংশগ্রহণ করে। নির্বাচনে জাতীয় পার্টি ৩০০টি আসনের মধ্যে ১৫৩টি আসন নিয়ে জয় লাভ করে। নির্বাচনে ৬১.১% ভোট সংগৃহীত হয়েছিল।

চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন: ১৯৮৮ সালের ৩ মার্চ চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনটি বাংলাদেশের অধিকাংশ প্রধান দলই বর্জন করেছিল। নির্বাচনে জাতীয় পার্টি জয় লাভ করে, তারা ৩০০টি আসনের মধ্যে ২৫১টি আসন লাভ করে। নির্বাচনে ৫২.৫% ভোট গৃহীত হয়েছিল।

পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন: ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিএনপি জয় লাভ করে। তারা ৩০০টি আসনের মধ্যে ১৪২টি আসন লাভ করে। নির্বাচনে ভোট পড়েছিল ৫৫.৪%।

ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন: ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। অধিকাংশ বিরোধী রাজনৈতিক দল নির্বাচনটি বর্জন করেছিল। মোট ভোট পড়েছিল মাত্র ২১%। এতে বিএনপি ৩০০টি আসনের মধ্যে ৩০০টি আসনই লাভ করে।

সপ্তম জাতীয় সংসদ নির্বাচন: ১৯৯৬ সালের জুন ১২ সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩০০টি আসনের মধ্যে আওয়ামী লীগ ১৪৬টি আসনে জয়লাভ করে। এ নির্বাচনে ভোট পড়ে ৭৫.৬০%।

অষ্টম জাতীয় সংসদ নির্বাচন: ২০০১ সালের ১ অক্টোবর ১ অষ্টম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচন বিএনপি জয় লাভ করে। এতে ভোট পড়ে ৭৪.৯৭%।

নবম জাতীয় সংসদ নির্বাচন: নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০০৮ সালের ২৯ ডিসেম্বর। এই নির্বাচনে আওয়ামী লীগ বিজয় লাভ করে। ভোটদানের হার ছিল ৮৭.১৩%।

দশম জাতীয় সংসদ নির্বাচন: ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান বিরোধী দল বিএনপিসহ অধিকাংশ দলই এ নির্বাচন বর্জন করে। ৩০০টি আসনের মধ্যে ১৫৪টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়। মোট ২৩৪টি আসন পায় আওয়ামী লীগ। ভোটদানের হার ৩৯.৫৮%।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন: ২০১৮ সালের ৩০ ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আওয়ামী লীগ ২৫৭টি আসন লাভ করে বিজয় অর্জন করে। ভোটদানের হার ৮০.২%।