জেলা প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২২, ১০:৫৭ পিএম
ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষদের যাত্রায় বাধা হয়েছে বৈরী আবহাওয়া। ফলে শিমুলিয়া-বাংলাবাজার ও মাজিরকান্দি নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২৯ এপ্রিল) রাত ৯টার দিকে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধের এই ঘোষণা দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিএ এর শিমুলিয়া নদীবন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক মো. সোলেইমান জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে শুক্রবার রাত ৯টা থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
এদিকে, বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) আশিকুজ্জামান জানিয়েছেন, একই দিন রাত সোয়া ৯টার পর থেকে ফেরি চলাচলও বন্ধ রয়েছে।
/আইএইচ