images

জাতীয়

তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ছেন ঘরমুখো যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক

২৯ এপ্রিল ২০২২, ০৩:৩৭ পিএম

পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন বলে সকালেই মহাখালী বাস টার্মিনালে আসেন মুক্তা আক্তার। সকাল গড়িয়ে দুপুরেও পাননি কাঙ্ক্ষিত টিকিট। প্রচণ্ড রোদ আর গরমে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। রাস্তার পাশে বসে মাথায় ঠান্ডা পানি ঢালতে দেখা গেল তাকে।

শুক্রবার (২৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে মহাখালী বাস টার্মিনালের সামনে ক্লান্ত হয়ে বসে থাকতে দেখা যায় মুক্তাকে। এসময় তার সঙ্গে কথা বলে জানা যায়, প্রচণ্ড গরমে মাথা ঘুরে পড়ে যান তিনি। এক পর্যায়ে কয়েকজনের সহযোগিতায় এখানে এসে বসেছেন বটগাছের তলায়।

মুক্তা ঢাকা মেইলকে বলেন, ‘বাড়িতে ফোন করেছি। ইতোমধ্যে কয়েকবার বমি হয়েছে। শরীরে আর শক্তি পাচ্ছি না। শুয়ে পড়তে ইচ্ছে করলেও সুযোগ না থাকায় বসে আছি।’

সকাল থেকে মহাখালী বাস টার্মিনাল ঘুরে যাত্রীদের নানা ভোগান্তি চোখে পড়ে। এই টার্মিনালে ঈদযাত্রার অগ্রিম টিকেট দেওয়া হয় না। ফলে যাত্রীরা উপস্থিত হয়ে টিকেট সংগ্রহ করতে হয়। এজন্য টিকেট সংগ্রহ করতে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়।

bus2

টার্মিনাল ঘুরে দেখা যায়, এই যাত্রায় বয়স্ক ও শিশুদের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। ৩৫ ডিগ্রির উপরে তাপমাত্রায় পুড়ছে রাজধানী। প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন।

হেদায়াত উদ্দিন তার বৃদ্ধ মাকে নিয়ে এসেছেন টার্মিনালে। তিনি বলেন, ‘এক দিকে মা অসুস্থ, এই গরমে আরও অসুস্থ হয়ে পড়েছেন।’

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকাসহ আরও চারটি বিভাগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বৃষ্টি হলে এই দুর্বিষহ যন্ত্রণা থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

train

এদিকে দুর্ভোগ আর কষ্ট স্বীকার করেই নাড়ির টানে দেশের নানা প্রান্তে ছুটে যাচ্ছেন লাখো মানুষ। গত কয়েক দিন ধরেই মানুষ রাজধানী ছাড়ছেন। আজ ও আগামীকাল সবচেয়ে বেশি মানুষ ঢাকা ছাড়বেন বলে ধারণা করা হচ্ছে। চাঁদ দেখাসাপেক্ষে আগামী সোম বা মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপিত হবে।

গত দুই বছর করোনার প্রকোপের কারণে নিয়ন্ত্রিত ছিল ঈদযাত্রা। এবার কোনো বিধিনিষেধ না থাকায় পুরোনো চেহারায় ফিরছে ঈদ উদযাপন। এজন্য ঈদে বাড়িফেরা মানুষের সংখ্যাও বেশি। ধারণা করা হচ্ছে, এবার ঈদ উপলক্ষে ৭০ থেকে ৮০ লাখ মানুষ রাজধানী ছাড়বেন।  

ডিএইচডি/জেবি