images

জাতীয়

ফরিদপুরের এসপির বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

২৫ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৯ এএম

ফরিদপুর-৪ আসনে নৌকার প্রার্থী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফর উল্যাহ অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপারের (এসপি) বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

রোববার (২৪ ডিসেম্বর) ইসির উপ-সচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিবকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। 

 

আরও পড়ুন

 

 

চিঠিতে বলা হয়, ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহানের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে তাকে অন্যত্র বদলি করে একজন নিরপেক্ষ পুলিশ সুপারকে পদায়নের জন্য মুহাম্মদ সাইফুর রহমান নির্বাচন কমিশনে একটি আবেদন দাখিল করেছেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে। উল্লিখিত সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।

এর আগে রোববার দুপুরে সদরপুর স্টেডিয়ামে এক নির্বাচনী সভায় ফরিদপুর-৪ আসনের নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্যাহও ফরিদপুরের পুলিশ সুপারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছেন।

এইউ