জ্যেষ্ঠ প্রতিবেদক
১৮ ডিসেম্বর ২০২৩, ১২:১২ পিএম
দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা মহানগর ও জেলার ২০ আসনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।
আগামী বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বেলা ৩টায় নির্বাচন কমিশন ভবনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ঢাকা-১ থেকে ঢাকা-২০ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে সিইসি ও রিটার্নিং কর্মকর্তার মতবিনিময় সভা হবে।
গত ১৫ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ সংসদ নির্বাচন। ইতোমধ্যে নির্বাচনের প্রার্থিতা চূড়ান্ত হয়েছে। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী এবারের নির্বাচনে বৈধ প্রার্থী ১৮৯৬ জন। অবশ্য উচ্চ আদালতে রিট করে ছয়জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।
আজ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শুরু হয়েছে। প্রতীক পেয়ে আজ থেকেই প্রচারণায় নামবেন প্রার্থীরা, চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।
বিইউ/এমআর