নিজস্ব প্রতিবেদক
১৫ ডিসেম্বর ২০২৩, ০৭:৫০ পিএম
ঢাকার কেরানীগঞ্জে একটি ফয়েল প্যাকেজিং কারখানায় আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে ধলেশ্বরী ১নং নম্বর ব্রিজ সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় অবস্থিত কারখানাটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া বিভাগের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন। তিনি জানান, সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে কেরানীগঞ্জ ধলেশ্বরী ১ নং নম্বর ব্রিজ সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় একটি ফয়েল প্যাকেজিং কারখানায় আগুন লাগার খবর পাই আমরা। এরপর ৭টা ৫ মিনিটে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিটটি। পরে আরও চারটি ইউনিট যোগ দেয়।

আগুন ভয়াবহ আকার ধারণ করায় ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট সেখানে যাওয়ার জন্য রওনা হয়েছে বলে জানিয়েছেন আনোয়ারুল ইসলাম।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর এসব বিষয়ে বিস্তারিত জানাতে পারবে ফায়ার সার্ভিস।
এমআইকে/এমআর