images

জাতীয়

দুই দফা জানাজা শেষে আজিমপুরে সমাহিত হবেন ব্যারিস্টার মইনুল

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৯ ডিসেম্বর ২০২৩, ০৮:০১ পিএম

সদ্য প্রয়াত তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মইনুল হোসেনের প্রথম জানাজা হবে বারিধারা জামে মসজিদে। রোববার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা হবে বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে।

পরে ব্যারিস্টার মইনুল হোসেনকে আজিমপুরে তার বাবা তোফাজ্জল হোসেন মানিক মিয়ার কবরের পাশে দাফন করা হবে।

আরও পড়ুন

ব্যারিস্টার মইনুল হোসেন মারা গেছেন

ব্যারিস্টার মইনুল হোসেনের ব্যক্তিগত সহকারী ওয়াহিদুজ্জামান ঢাকা মেইলকে একথা জানিয়েছেন।

এর আগে, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। 

গত কয়েকদিন ধরে ব্যারিস্টার মইনুল হোসেন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়ে ছাড়াও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিইউ/এমএইচএম