images

জাতীয়

ওসি বদলির সুপারিশের সময় বাড়াল ইসি

নিজস্ব প্রতিবেদক

০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:০১ পিএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে দেশের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির সুপারিশের সময় বৃদ্ধি করলো নির্বাচন কমিশন (ইসি)। পূর্ব ঘোষিত সময় অনুযায়ী ৫ ডিসেম্বরের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সুপারিশ করার কথা থাকলেও তা বৃদ্ধি করে ৮ ডিসেম্বর করা হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) নির্বাচন কমিশন থেকে বদলির প্রস্তাবনার সময় বৃদ্ধির এই ঘোষণা দেওয়া হয়।

আরও পড়ুন

৪৭ ইউএনওর বদলি অনুমোদন ইসির

উল্লেখ্য, সংসদ নির্বাচন সামনে রেখে গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলির নির্দেশনা দেয় নির্বাচন কমিশন (ইসি)। নির্দেশনা অনুযায়ী কোনো থানায় ছয় মাসের বেশি দায়িত্ব পালন করা ওসিদের বর্তমান কর্মস্থল থেকে অন্যত্র বদলির নির্দেশনা দেওয়া হয়।

এমএইচএম