জ্যেষ্ঠ প্রতিবেদক
০৩ ডিসেম্বর ২০২৩, ১২:৫৫ পিএম
আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীতে সমাবেশ করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। দলটির ডাকা এই সমাবেশ করতে নির্বাচন কমিশনের অনুমতি লাগবে বলে জানিয়েছেন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
রোববার (৩ ডিসেম্বর) ইইউ নির্বাচনী বিশেষজ্ঞ দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১০ ডিসেম্বর ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সমাবেশ করবে বলে ঘোষণা দেওয়া হয়।
গতকাল শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ ডিসেম্বর বিকেল ৩টায় মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস ও পেট্রোল বোমা হামলার দ্রুত বিচারের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সমাবেশে অংশ নেওয়ার পাশাপাশি সেদিন রাজধানীর মূল সড়ক ও প্রবেশমুখগুলোতে সর্তক অবস্থান নেবে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা। ঢাকার প্রবেশমুখ যাত্রাবাড়ী, উত্তরা, বুড়িগঙ্গা নদীতে থাকা দুই সেতুর মুখে অবস্থানে নেতাকর্মীরা থাকবেন বলে জানা যায়।
১০ ডিসেম্বর আওয়ামী লীগকে সমাবেশ করতে ইসি অনুমতি দিয়েছে কি না জানতে কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, 'আমরা এখনো চিঠি পাইনি। যদি কোড অব কন্ডাক্ট ভায়োলেশন হয় তাহলে কমিশন ব্যবস্থা নেবে।'
নির্বাচন কমিশনের এই অতিরিক্ত সচিব আরও বলেন, 'যদি কোথাও কোনো রাজনৈতিক সমাবেশ করতে হয় তাহলে অনুমতি নিতে হবে। আমাদের আচরণবিধিতে যেভাবে আছে, সে অনুযায়ী করতে হবে।'
ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের বিষয়ে অশোক কুমার দেবনাথ জানান, 'ইউরোপীয় ইউনিয়নের চার সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে আমি এবং আমাদের যুগ্ম সচিবরা কথা বলেছি। মূলত তাদের কিছু জানার বিষয় ছিল। আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করে বিভিন্ন নির্বাচনী বিষয়গুলো পর্যবেক্ষণ করবেন। তাদের কিছু বিষয় আমাদের কাছে জানার ছিল। সেই বিষয়গুলো আমরা জানিয়েছি।'
বিইউ/এমআর