images

জাতীয়

জিপিওতে দুর্বৃত্তের আগুনে পুড়ল বাস

নিজস্ব প্রতিবেদক

৩০ নভেম্বর ২০২৩, ০৩:০০ পিএম

বিএনপির ডাকা তৃতীয় দফা হরতালের দিন দুপুরে রাজধানীর জিপিওতে শিকড় পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা একটার দিকে বাসটিতে আগুন দেওয়া হয়।

আরও পড়ুন

কুমিল্লায় পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা ৩ বাসে আগুন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম বিষয়টি নিশ্চিত করে বলেন, বেলা একটার দিকে জিপিওতে শিকড় পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।

আরও পড়ুন

গাজীপুরে ইতিহাস পরিবহনের বাসে আগুন

কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে তা জানা যায়নি। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এমআর