images

জাতীয়

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ‘পেটকাটা’ বক্কর গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৮ নভেম্বর ২০২৩, ০৩:৪০ পিএম

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন ধরে পলাতক থাকা আসামি বক্কর শেখ ওরফে পেটকাটা বক্করকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

সোমবার রাজধানীর কদমতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১০ সহকারী পরিচালক আমিনুল ইসলাম।

আরও পড়ুন

বাসে আগুন দিলেই ১০ হাজার টাকা পেতেন তারা! 

র‌্যাব কর্মকর্তা জানান, রাজধানী ঢাকার কদমতলী এলাকায় একটি অভিযানে তাকে গ্রেফতার করে র‌্যাব। তিনি মাদক আইনে একটি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার গ্রামের বাড়ি ফরিদপুর সদরের গৌরী লক্ষীপুর গ্রামে। তার বাবার নাম শেখ সাদেক।

গ্রেফতার বক্কর শেখ মামলার পর থেকে রাজধানী ঢাকার কদমতলীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। তার নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

এমআইকে/জেবি