জ্যেষ্ঠ প্রতিবেদক
০৫ নভেম্বর ২০২৩, ১০:৩৭ পিএম
রাজধানীতে গত ২৮ অক্টোবর দুটি বাসে আগুন দেওয়ার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন মহিউদ্দিন হৃদয় (৩৬) ও আল আমিন (৩০)। তারা দুজন যুবদলের সদস্য বলে দাবি করেছে পুলিশ।
রোববার (৫ নভেম্বর) রাতে বিষয়টি ডিএমপি মিডিয়া বিভাগ থেকে নিশ্চিত করা হয়েছে।
ডিএমপি জানায়, গত ২৮ অক্টোবর পুলিশের গাড়ি ও বলাকা পরিবহনের যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় সরাসরি জড়িত থাকায় তাদের গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে আগুন দেওয়ার সরঞ্জামাদিও উদ্ধার করা হয়।
এর আগে ৩১ অক্টোবর রমনা থানা একটি মামলা হয়। সেই মামলার আসামি তারা।
ডিএমপি আরও জানায়, গোয়েন্দা রমনা বিভাগের রমনা জোনাল টিম ঢাকা মহানগরীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে বাসে আগুন দেওয়ার সাথে সরাসরি জড়িত দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ডিএমপির মিডিয়া বিভাগ জানিয়েছে, বিএনপি শীর্ষ নেতাদের হুকুমে ও ঢাকা মহানগর (দক্ষিণ) যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে রাস্তায় চলাচলরত গাড়ি ভাঙচুর করেন। আগুন দিয়ে ইট পাটকেল ও ককটেল নিক্ষেপ করে। তারা মৌচাক মোড় ফ্লাইওভার ব্রিজের উপর বলাকা পরিবহনের যাত্রীবাহী একটি বাস ও পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রত্যেকে ওই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করে ডিএমপি।
এমআইকে/জেবি